গাজীপুরে মায়ের সাথে অভিমান করে ৫ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা
রনি আহম্মদ:
গাজীপুর মেট্রোপলিটন এর বাসন থানাধীন ১৭ নং ওয়ার্ডস্থ চান্দনা এলাকায় ফরহাদ সরকারের বাড়িতে এক ভাড়াটিয়ার মেয়ে টিনসেড ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁসি দিয়ে আত্নহত্যা।
নিহত মোসাঃ অন্তরা খাতুন (১২),পিতা মোস্তাক আহমেদ,মাতাঃ মনোয়ারা বেগম।নিহত অন্তরা খাতুন এর বাবা মোস্তাক আহমেদ এক ছেলে, এক মেয়ে নিয়ে তার পরিবার।দীর্ঘদিন যাবত গাজীপুরে ফরহাদ সরকারের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল।বাড়ির ভিতর পাশের রুমের ভাড়াটিয়াদের সাথে কথা বলে জানা যায়,নিহত অন্তরা খাতুন কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হবে এই আশায় নতুন পোশাক পরে সুন্দরভাবে সাজুগুজু করেছে স্টুডিওতে গিয়ে ছবি ওঠাবে।
কিন্তু নিহত অন্তরা খাতুন এর মা মনোয়ারা বেগম তার মেয়েকে অকথ্য ভাষায় গালি,গালাজ করার পরে তার মা বাসার বাহিরে চলে যায়।পরে আনুমানিক বিকাল ৩-৩০মিনিট এর সময় তার মা মনোয়ারা বেগম বাসায় আসার পরে দেখে ঘরের ভিতরে থেকে দরজা বন্ধ করা।দরজা ভেঙ্গে ফেলার পরে দেখা যায় নিহত অন্তরা খাতুন গলায় ফাঁসি দিয়ে আত্নহত্যা করেছে।স্থানীয়রা জানায় ফরহাদ সরকারের টিনসেড বাসায় চিল্লাচিল্লী শুনে লোকজন জমা হতে থাকে । বাসার অন্য ভাড়াটিয়া বাসন থানায় খবর দিলে তাৎক্ষনিক বাসন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায় । ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জি এম পির বাসন থানার তদন্ত ওসি মিজানুর রহমান, উপ-পুলিশ পরিদর্শক ইব্রাহিম, সহকারী উপ-পুলিশ পরিদর্শক ইব্রাহিম, উপ-পুলিশ পরিদর্শক শাহাদাৎ হোসেন ও সঙ্গীয় ফোর্স। তদন্ত ওসি জানান লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করার পর মেডিকেল রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর প্রকৃত ঘটনা। লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান।